Ticker

6/recent/ticker-posts

নজরুলের কবিতা

             বেদনা-অভিমান

লেখক: কাজী নজরুল ইসলাম

ওরে আমার বুকের বেদনা
ঝঞ্ঝা -কাতর নিশীথ রাতের কপোত সমরে
আকুল এমন কাঁদন কেঁদোনা।
কখন সে কার ভুবনভরা ভালোবাসা হেলায় হারালি
তাইতো রে আজ এড়িয়ে চলে সকল স্নেহে পথে দাঁড়ালি
ভিজে ওঠে চোখের পাতা তোর,
একটি কথায়-অভিমানী মোর!
ডুকরে কাঁদিস বাঁধনহারা, 'ওগো, আমার বাঁধন বেঁধোনা,
বাঁধন গৃহের সইল না তোর,
তাই বলে কি মায়াও ঘরের ডাক দেবে না তোকে?
অভিমানী গৃহহারা রে!
চললে একা মরুর পথেও
সাঁঝের আকাশ মায়ের মতন ডাকবে নত চোখে
ডাকবে বধূ সন্ধাতারা যে!
জানি ওরে,  এড়িয়ে যারে চলিস তারেই পেতে চলিস পথে
জোর করে কেউ বাঁধে না তাই বুক ফুলিয়ে চলিস বিজয়রথে
ওরে কঠিন! শিরীষকোমল তুই!
মর্মর তোর মর্মে ছাপা বেল কামিনী জুঁই!
বুকপোরা তোর ভালোবসা, মুখে মিছে বলিস 'সেধো না',
আমার বুকের বেদনা।


তোমার পড়িছে মনে


লেখক: কাজী নজরুল ইসলাম

তোমারে পড়িছে মনে
আজি নীপ-বালিকার ভীরু-শিহরণে
যুথিকার অশ্রু সিক্ত ছলছল মুখে
কেতকী-বধূর অবগুণ্ঠিত ও বুকে-
তোমারে পড়িছে মনে
হয়তো তেমনি আজি দূর বাতায়নে
ঝিলিমিলি -তলে
ম্লান লুলিত অঞ্ছলে
চাহিয়া বসিয়া আছ একা
বারে বারে মুছে যায় আঁখি জল লেখা
বারে বারে নিভে যায় শিয়রের বাতি
তুমি জাগ, জাগে সাথে বরষার রাতি
সিক্ত-পক্ষ পাখী
তোমার চাঁপার ডালে বসিয়া একাকী
হয়ত তেমনি করি, ডাকিছে সাথীরে
তুমি চাহি, আছো শুধু দূর শোল-শিরে
তোমার আঁখির ঘন নীলাঞ্জন ছায়া
গগনে গগনে আজ ধরিয়াছে কায়া
আজি হেথা রচি নব নীপ মালা-
স্মরন পারের প্রিয়া, একান্তে নিরালা
আমার বেদনা আজি রুপ ধরি শত গীত সুরে
নিখিল বিরহী কন্ঠে বিরহিণী তব তরে ঝুরে!
এ- পারে ও পারে মোর নাই নাই কূল!
তুমি দাও আঁখি-জল,  আমি দেই ফুল!
          

Post a Comment

0 Comments