Ticker

6/recent/ticker-posts

বাংলা সাহিত্যধারা

বাংলা সাহিত্যের যুগবিভাগ:

দুটি ঘটনাকে কেন্দ্র করে সাহিত্য বিভাগ হয়েছে
একটি ১২০৪ সালে ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বিন
বখতিয়ার খলজীর বঙ্গবিজয়, অপরটি ১৮০০ সালে
ফোর্ট উইলিয়াম কলেজ প্রিতিষ্ঠা

বাংলা সাহিত্যের যুগ:

ক, প্রাচীন যুগ: ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ
খ, মধ্যযুগ : ১২০০-১৮০০ খ্রিষ্টাব্দ
গ, আধুনিক যুগ: ১৮০০ থেকে বর্তমান

চর্যাপদ :

বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ
হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে চর্যাপদের সন্ধান পায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রাকাশিত হয়
চর্যাপদের কবিগন:
চর্যাপদের মোট পদকর্তা ২৪ জন সবচেয়ে বেশি পদ রচয়িতা কাহুপা
লুইপা:
চর্যার ১ নং পদ( কাআ তরুবর পাঞ্ব বি ডাল) লুইপার রচনা হরপ্রসাদ শাস্ত্রী লুইপাকে আদি কবি বলেছেন
শবরপা:
শহীদুল্লাহ দেখিয়েছেন,  প্রাচীনতম চর্যাকার হলেন শবরপা
তার রচনা,(উঞ্বা উঞ্বা পাবত তহিঁ বসই সবরী বালী
       মোরঙ্গ পীচ্ছ পরিহান সবরী গীবত গুঞ্জরী মালী
ভসুকুপা:
ভুসুকুপা কবির ছদ্মনাম তার আসল নাম শান্তিদেব তার রচিত রচনা ( আজি ভুসুক বঙ্গালী ভইলী
                     নিঅ ঘরিণী চন্ডালে লেলী)

আবদুল হাকিম:

জন্মস্থান: সুধারাম, সন্দ্বীপ,নোয়াখালী।
কাব্যগ্রন্থ: নূরনামা,ইউসুফ জোলেখা, লালমতি,সয়ফুলমুলক,কারবালা ও শহরনামা।

মাইকেল মধুসূদন দত্ত:

জন্মস্থান: যশোর সাগরদাঁড়ি গ্রাম
কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ-কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলি
কবিতার চরণ:
                    'সতত হে নদ, তুমি পড় মোর মনে
                     সতত তোমার কথা ভাবি বিরলে।'
                 
                   'উর্ধ্ব শির যদি তুমি কুল মনে ধনে;
                    করিওনা ঘৃনা তব নীচ শির জনে।'

নাটক: শর্মিষ্ঠা,  পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন
প্রহসন: একেই কি বলে সভ্যতা, বুড়ো সালিকের ঘাড়ে রোঁ।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়:

জন্মস্থান: গুলিটা রাজবল্লভহাট, হুগলি।
কাব্যগ্রন্থ : চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, কবিতাবলী, আশাকানন, ছায়াময়ী, চিত্তবিকাশ।
মহাকাব্য: বৃত্রসংহার।

রবীন্দ্রনাথ ঠাকুর:

জন্মস্থান : জেড়াসাঁকো, কলকাতা,ভারত।
কাব্যগ্রন্থ : মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, ক্ষণিকা, গীতাঞ্জলী,  বলাকা, পূরবী, বিচিত্রা, সেঁজুতি,  শেষ লেখা।

উপন্যাস : চোখের বালি, গোরা, ঘরে-বাইরে, চতুরঙ্গ, নৌকাডুবি,  যোগাযোগ,  রাজর্ষি, শেষের কবিতা।
নাটক: চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তধারা,  রক্তকরবী, রাজা
কবিতার চরণ:
                  'নীল নবঘনে আষাঢ় গগনে
                   তিল ঠাঁই আর নাহিরে
                   ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।'

                  'যে আছে মাটির কাছাকাছি
                   সে কবির বাণী লাগি কান পেতে আছি।'

কাজী নজরুল ইসলাম:

জন্মস্থান: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে
কাব্যগ্রন্থ : অগ্নিবীণা, সঞ্চিতা, দোলন চাঁপা, চক্রবাক, পুবের হাওয়া, ছায়ানট, সাম্যবাদী,  ঝিঙেফুল,  ভাঙ্গার গান।

উপন্যাস :বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা
নাটক: ঝিলিমিলি, মধুমালা
কবিতার চরণ:
                     'গাহি সাম্যের গান-
                     মানুষের চেয়ে বড় কিছু,নহে কিছু মহীয়ান!'

                    'আমি চাইনা বিচার হাশরের দিন
                     চাই করুনা তোমার ওগো হাকীম।'

সুধীন্দ্রনাথ দত্ত:

জন্মস্থান: হাতিবাগান,কলকাতা,ভারত।
কাব্যগ্রন্থ: ক্রন্দসী, উত্তরফাল্গুনী,সংবর্ত, অর্কেস্ট্রা
কবিতার চরণ:
                     'অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?'

জীবনানন্দ দাশ:

জন্মস্থান: বরিশাল জেলা
কাব্যগ্রন্থ: ঝরা পালক, রুপসী বাংলা, ধূসর পান্ডুলিপি, বনোলতা সেন, বেলা অবেলা কালবেলা, মহাপৃথিবী
উপন্যাস: মাল্যবান, সতীর্থ
কবিতার চরণ:
                     'সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি'

                     'পাখির নীড়ের মত চোখ তুলে বলেছিল                               নাটোরের বনলতা সেন'

বদ্ধদেব বসু:

জন্মস্থান: কুমিল্লা জেলা
কাব্যগ্রন্থ: বন্দীর বন্দনা, কঙ্কাবতী, স্বাগত বিদায়, যে আঁধার আলোর অধিক
উপন্যাস: জঙ্গম, তিথিডোর, সানন্দা, নির্জন স্বাক্ষর।

রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ:

জন্মন্থান: বরিশাল জেলা
কাব্যগ্রন্থ: উপদ্রুত উপকূল, মানুষের মানচিত্র
কবিতার চরণ:
                     'জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই                           পুরনো শকুন'

আল মাহমুদ:

জন্মন্থান: মোড়াইল গ্রাম, ব্রাক্ষণবাড়িয়া
কাব্যগ্রন্থ: সোনালী কাবিন, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে।
উপন্যাস: উপমহাদেশ, আগুনের মেয়ে, ডাহুকী।


Post a Comment

0 Comments